‘গেইম অব থ্রোনস’-এর মাদার অব ড্রাগনস খ্যাত অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক এবার লেখিকা হিসেবেও আত্ম প্রকাশ করেছেন। তবে কোনও সিনেমার চিত্রনাট্য নয়, লিখছেন কমিকস। নাম দিয়েছেন নিজের সেই চরিত্রের সঙ্গে মিল রেখে-‘মাদার অব ম্যাডনেস’। ইনস্টাগ্রামে বেশ উচ্ছ্বাস নিয়েই এ খবর জানিয়েছেন তিনি। এমিলিয়া বলেন, গত দুই বছরের পরিশ্রমের ফসল আমার কমিক বই ‘মাদার অব ম্যাডনেস’। এটি এবার আপনাদের সামনে আনার জন্য প্রস্তুত। এই বইয়ে এক খ্যাপাটে সুপারহিরোর সঙ্গে পাঠকদের দেখা হবে। সামনের জুলাইয়ে এটি বাজারে আসবে বলেও জানান এমিলিয়া। বইয়ের প্রচ্ছদও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। হলিউড ফ্যান্টাসি মুভির জনপ্রিয় অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক মূলত ডেনেরিস টারগারিয়ান চরিত্রের জন্যই ভক্তদের মনে জায়গা করে নেন। তাছাড়া ‘ভয়েস ফ্রম দ্য স্টোন’, ‘সলো: আ স্টার ওয়ারস স্টোরি’, ‘লাস্ট ক্রিসমাস’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমাতেও অভিনয় করেছেন।