কমিউনিটি সেন্টার ভেবে পিবিআই কার্যালয়ে চুরি

২৩ দিন পর গ্রেপ্তার, মোবাইল উদ্ধার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:১৩ পূর্বাহ্ণ

চুরি করতে ঢুকেছিল কমিউনিটি সেন্টার ভেবে। পরে জানতে পারে এটি সরকারি অফিস। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো কার্যালয়ে চুরির ২৩ দিন পর গ্রেপ্তার করা হয়েছে মো. শাহ আলম (৩০) নামে এক চোরকে। গতকাল মঙ্গলবার নগরীর ঈদগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি করা দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পিবিআই পরিদর্শক (মেট্রো) সন্তোষ কুমার চাকমা আজাদীকে বলেন, চুরি যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে প্রযুক্তিগত সহায়তা নিয়ে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, সে একজন গ্রিল কাটা চোর। ভবনটিতে যে সরকারি অফিস হয়েছে তা সে জানত না। কমিউনিটি সেন্টার ভেবেই চুরি করেছে। গ্রেপ্তার শাহ আলমের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকায়। ঈদগাঁও বৌ বাজার আমতল এলাকায় ভাড়া বাসায় তার বসবাস। পেশায় রিকশাচালক।
প্রসঙ্গত, কয়েক মাস আগে পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয় খুলশী থেকে ডবলমুরিং থানার বার কোয়ার্টার এলাকায় স্থানান্তরিত হয়। সেখানকার একটি কমিউনিটি সেন্টারকে সংস্কার করে নতুন অফিস হিসেবে সাজানো হচ্ছে। পিবিআই জানিয়েছে, ২৯ মে ভোরে পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের দ্বিতীয়তলার ২০২ নম্বর রুমের জানালার গ্রিল কেটে চোরের দল দুটি মোবাইল ফোন সেট নিয়ে যায়। সেখান থেকে আরও একটি ল্যাপটপ ও মনিটর নেওয়ার চেষ্টা করেও সেগুলো টেবিল থেকে মাটিতে পড়ে যাওয়ায় নিতে ব্যর্থ হয়। চুরির পর পিবিআইয়ের এএসআই রাজীব বড়ুয়া বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন। বাঁশের মাথায় শপিং ব্যাগ ও কাঠ লাগিয়ে চুরি করে যাওয়ার সময় সেগুলো তারা ফেলে যায়।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে শিশুসহ ১৪ রোহিঙ্গা আটক
পরবর্তী নিবন্ধপ্রথম ধাপে জয়ী আওয়ামী লীগ ১৪৮, স্বতন্ত্র ৪৯