কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

| শুক্রবার , ১৪ জুন, ২০২৪ at ৮:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা গত ৯ জুন কাজীর দেউড়ির একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তফাজ্জল হোসেন। সভা সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত। বিশেষ অতিথি ছিলেন টিইউসি জেলার যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু সংগঠনের সাধারন সম্পাদক শেখ সেলিম, মো. জালাল উদ্দিন, মো. সবুজ, মো. রিয়াজ, ওমর ফারুক, চাঁন মিয়া, মো. ফরহাদ। বক্তব্য রাখেন আব্দুর রহিম, মো. মিজান, মো. দেলোয়ার, মো. মানিক। সভায় ইফতেখার কামাক খানকে প্রধান করে ৭ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ
পরবর্তী নিবন্ধপাঁচলাইশ চালিতাতলী ঈদগাহ কমিটির প্রস্তুতি সভা