একদিকে কমিউনিটি সেন্টারে মেয়ের গায়ে হলুদের আয়োজন চলছিল, অন্যদিকে রাতের আঁধারে বসতবাড়ি খালি করে দিয়েছে চোরচক্র। এমন ঘটনা ঘটেছে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকায়।
গত রোববার রাতে চরপাথরঘাটা ৮ নং ওয়ার্ডের সৈন্যর গুষ্টির বাড়ির গার্মেন্টস কর্মী ইসমাইলের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন তখন কমিউনিটি সেন্টারে মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার ইসমাইলের মেয়ে কামরুল নাহার ইসারের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। চারপাশে ছিল উৎসবের আমেজ, আত্মীয়স্বজনের ভিড় এবং আনন্দের মুহূর্ত। কিন্তু রাত ২টার দিকে বাড়ি ফিরে এসে দেখা যায়, তালা ভাঙা অবস্থায় বাড়ি লুট হয়ে গেছে।
পরিবারের সদস্যরা পরে দেখেন, আলমারিতে রাখা নগদ আড়াই লাখ টাকা, ৮০ হাজার টাকার দুই জোড়া কানের দুল এবং একটি পানির মোটর চুরি হয়ে গেছে। এছাড়া বিয়ের জন্য রাখা বিভিন্ন জিনিসপত্রও চোরেরা নিয়ে গেছে।
ভুক্তভোগী ইসমাইল বলেন, মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই কমিউনিটি সেন্টারে ছিলাম। বাড়ি এসে দেখলাম সব লুট হয়ে গেছে। সোমবার মেয়ের বিয়ের অনুষ্ঠানে খরচ করার জন্য রাখা নগদ টাকা এবং স্বর্ণালংকারও চুরি হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে।











