যুক্তরাষ্ট্রে মিশিগান অঙ্গরাজ্যের স্টেট গ্লোবাল ডেট্রয়েট কমিউনিটি এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি ব্যবসায়ী গিয়াস তালুকদার।
তিনি বেঙ্গল অটো সেলস এলএলসির কর্ণধার। গিয়াস তালুকদার ১৯৯৮ সালে স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে আসেন। প্রথমে নিউইয়র্কে, পরে ২০০৮ সালে ফ্লোরিডায় যান। ২০০৯ সালে সেখানে কার ডিলারশিপের ব্যবসা শুরু করেন। ২০১৩ সালে কমিউনিটির মানুষের টানে ফ্লোরিডা থেকে মিশিগান রাজ্যে চলে যান। রাজ্যের হ্যামট্রাম্যাক সিটিতে ২০১৫ সালে বেঙ্গল অটো সেলস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। গিয়াস তালুকদার বলেন, ‘আমি জানি ব্যবহৃত গাড়ি বিক্রয়কারীদের খারাপ খ্যাতি রয়েছে। এরপরও আমি কাজ করেছি। এর মাধ্যমে বাংলাদেশি কমিউনিটিসহ অন্য কমিউনিটির মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হয়েছি।’ আমি জানি ব্যবহৃত গাড়ি বিক্রয়কারীদের খারাপ খ্যাতি রয়েছে। এরপরও আমি কাজ করেছি। এর মাধ্যমে বাংলাদেশি কমিউনিটিসহ অন্য কমিউনিটির মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হয়েছি। গিয়াস মিশিগানে বাংলাদেশি-আমেরিকান বিজনেস অ্যাসোসিয়েশনের বর্তমান সচিব। বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক ককাসের ১৩ তম ডিস্ট্রিক্টের বর্তমান চেয়ারম্যান তিনি। এ ছাড়া তিনি ফিড দ্য হাংরি নামে একটি অলাভজনক সংস্থা পরিচালনা করছেন। তিনি মিশিগান আবাসন প্রকল্প ইন্ক-এর সিইও, সিটি মেয়র তাঁকে হ্যামট্রাম্যাক সিটিতে পিআর কমিশনার হিসেবেও নিয়োগ দিয়েছেন। গিয়াস তালুকদারের এই সম্মান ও অর্জন বাংলাদেশি-আমেরিকানদের জন্য গর্বের বিষয় বলে মনে করছেন মিশিগানে বসবাসরত বাংলাদেশিরা। প্রেস বিজ্ঞপ্তি।