সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের উদ্যোগে ‘রক্তের বন্ধনে হোক নতুন প্রাণের সঞ্চার’-প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যাম্পাস প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ সভাপতি ফখরুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক আরিফুল আলম আলভীর রক্তদানের মধ্য দিয়ে উক্ত কর্মসূচির সূচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কমার্স কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ সুসেন কুমার বড়ুয়া এবং উপাধ্যক্ষ আলাউদ্দিন আল আজাদ।
কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী, শিক্ষক সহ কলেজ সংশ্লিষ্ঠ সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন। এছাড়াও সাধারণ শিক্ষার্থীদের রক্তদানে উদ্ধুদ্ধ করতে উপস্থিত ছিলেন সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের শাহেদ আলমগীর জোসি, নাহিদ পাটোয়ারী মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আলো, সাংগঠনিক সম্পাদক শোয়েব হাসান শুভ, মিরাদুল আলম, সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল সায়েম, মাহমুদুল ইসলাম সাব্বির, আবু বকর নয়ন, আবিদ ভুঁইয়া, রাকিবুল হাসান, সাইফুল ইসলাম, ওমর ফারুক প্রমুখ।