সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির এক সভা গতকাল বুধবার দৈনিক আজাদী ভবনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি দৈনিক আজাদী সম্পাদক ও একুশে পদক প্রাপ্ত ব্যক্তিত্ব এম এ মালেক।
সমিতির সাধারণ সম্পাদক তৈয়বুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ–সভাপতি আবুল হাসেম, নুরুল আমিন খান, দিলিপ কান্তি দাশ, আবু জাফর, সোলায়মান খান, অধ্যাপক আবু মোহাম্মদ রহিম উল্যা, আ ন ম ওয়াহিদ দুলাল, হাসান মুরাদ বিপ্লব, আবদুল জব্বার, ছৈয়দ মোহাম্মদ খালেদ, সৌরভ বড়ুয়া রয়েল, নাজমুল হক ডিউক, নওশাদ আলম চৌধুরী, গোপাল পাল, জিয়া উদ্দিন আসিফ, এডভোকেট মো. মাহবুবুল ইসলাম, ফরিদ আহামদ, মাহমুদ হাসান জগলুল, মাখন লাল দাস, মাইনুল ইসলাম চৌধুরী, হুমায়ুন কবির ঢালি, মনোরঞ্জন সাহা, রণজন কান্তি দে, এস এম এহতেশামুল রিশতা, মুক্তিযোদ্ধা আবুল হাসেম, মফিজউদ্দিন আহামদ, তাজুল ইসলাম, আমান উল্যা আল কাদের, আনোয়ারুল আমিন কাঞ্চন, রুপম পালিত, শাহীন দিল নেওয়াজ খান, আবুল ফয়সাল চৌধুরী, হুমায়ুন মোরশেদ সিদ্দিকী শাকিল, মহিউদ্দিন মাহমুদ চৌধুরী, হারুনুর রশিদ রিয়াজ, তানবির রিংকু ও ইয়াছির আরফাত।
সভার শুরুতে সমিতির অন্যতম সিনিয়র সহ–সভাপতি লায়ন শামসুল হক, সদস্য খায়রুল বশর, উপদেষ্টা কাজী শামসুর রহমানের মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন সদস্যবৃন্দ। সভায় সিদ্ধান্ত হয় প্রয়াত তিন সদস্যের স্মরণে আগামী ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় এক শোকসভা মোমিন রোডস্থ দৈনিক আজাদী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ৪ মার্চ জীবন সদস্যদের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় সভায়। প্রেস বিজ্ঞপ্তি।










