কমার্স কলেজ ছাত্রীর আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড থানা এলাকায় রেশমি দত্ত নামে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের স্নাতক প্রথম বর্ষের এক ছাত্রী আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘরের ভেতরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে।

গতকাল সোমবার বিকেল ৫টার দিকে আকমল আলী সড়কের সাথী হোটেল সংলগ্ন নুর ইসলাম চৌধুরীর ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রেশমি দত্ত তার পরিবারের সাথে ওই ভবনে ভাড়ায় থাকতো। রেশমি দত্ত আনোয়ারা উপজেলার দীপক দত্তের মেয়ে। তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, দুপুর ২টার দিকে নিজের রুমের দরজা বন্ধ করে দেয় রেশমি। এরপর তার ছোট ভাই জানালা দিয়ে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সবাইকে বিষয়টি জানায়। এসময় তার পরিবারের সদস্য দরোজা ভেঙে রেশমি দত্তকে উদ্ধার করে। খবর পেয়ে ইপিজেড থানার উপপরিদর্শক বেলায়েত হোসেন এসে মরদেহটি চমেক হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, আমরা প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছি। মেয়েটি সরকারি কমার্স কলেজে স্নাতক প্রথম বর্ষে পড়তো বলে পরিবারের লোকজন জানিয়েছেন। বিকেলে খবর পেয়ে আমরা ঘর থেকে লাশটি উদ্ধার করেছি। তবে কি কারনে আত্মহত্যা তার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসার্ভার ডাউন, বন্ধ জন্মনিবন্ধন কার্যক্রম
পরবর্তী নিবন্ধচকরিয়ায় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার