চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে আধিপত্য বিস্তারের জের ধরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কলেজ ছাত্রলীগের নেতারা এটিকে সিনিয়র-জুনিয়রদের ভুল বোঝাবুঝি বলে দাবি করছেন। সূত্র জানায়, গতকাল বুধবার দুপুরের পর কলেজ ক্যাম্পাসে স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুরের সমর্থকদের সাথে তৌহিদুল আনোয়ার ও মোস্তফা কামাল টিপুর অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। অথচ তৌহিদ ও টিপু দুজনই ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুরের অনুসারী হিসেবে পরিচিত। চসিক নির্বাচনের পর নজরুল ইসলাম বাহাদুরের বলয় থেকে ছিটকে পড়েন তৌহিদ ও টিপু।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টিপুর অনুসারী এক ছাত্রলীগ নেতাকে বাহাদুরের অনুসারীরা মারধর করলে সংঘর্ষের সূচনা হয়। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সদরঘাট থানা পুলিশের একটি টিম কলেজ এলাকায় অবস্থান নিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সদরঘাট থানার উপপরিদর্শক (এসআই) রনি তালুকদার আজাদীকে বলেন, কলেজের সিনিয়র জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে একটু ঝামেলা হয়েছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। বলার মতো কোনো সংঘর্ষ ঘটেনি।