কমান্ডার সাহাবউদ্দিন স্মরণে দোয়া মাহফিল

| বুধবার , ৫ মে, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে জেলা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. সাহাবউদ্দিন স্মরণে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল গতকাল বাদে জোহর নগরীর দারুল ফজল মার্কেটস্থ সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাবেক সাংসদ এম কফিল উদ্দিন, কাজী ইনামুল হক দানুসহ মরহুম সকল বীর মুক্তিযোদ্ধা ও মহামারী করোনায় মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া কামনা করা হয়। মাহফিলে মুনাজাত পরিচালনা করেন দারুল ফজল মার্কেট মসজিদের পেশ ইমাম মাওলানা ফজল আহমদ। মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনির সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ স ম জামশেদ খোন্দকার, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মহিউদ্দিন মাহমুদ সোহেল ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। মাহফিলে অংশ নেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, জেলা সংসদের ডেপুটি কমান্ডার একেএম সরওয়ার কামাল দুলু, মহানগরীর সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার মো. খোরশেদ আলম, সহকারী কমান্ডার এফ এফ আকবর খান, জেলা সংসদের সহকারী কমান্ডার আবদুর রাজ্জাক, সহকারী কমান্ডার নাছির উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারি চাকরিতে ফের বয়সে ছাড় আসছে
পরবর্তী নিবন্ধরোগী কল্যাণ সমিতিকে এম এ মোতালেবের অনুদান