মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের কমান্ডার এবং চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মরহুম সাহাব উদ্দিন স্মরণে গতকাল দুপুর ১টায় ডায়াবেটিক হাসপাতালের কনফারেন্স হলে খতমে কোরান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খতমে কোরান, মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলানা শাহাদাত হোসেন শরীফ ও মৌলানা মাহাবুব। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, সহ-সভাপতি এস.এম শওকত হোসেন, কোষাধ্যাক্ষ এস এম জাফর, নির্বাহী সদস্য প্রিন্সিপাল লায়ন সানাউল্লাহ, রাকিবুল ইসলাম, সৈয়দ মোরশেদ হোসেন, হাসান মুরাদ, আলী চৌধুরী, হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর ডা. নওশাদ আজগার চৌধুরী এবং মরহুম সাহাব উদ্দিনের ছেলে তাহসিন মাহমুদ প্রমুখ।
মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে জেলা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম সাহাবউদ্দিনের আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল বৃহস্পতিবার বাদে জোহর নগরীর দারুল ফজল মার্কেটস্থ সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ এম.কফিল উদ্দিন, কাজী ইনামুল হক দানুসহ মরহুম সকল বীর মুক্তিযোদ্ধা ও মহামারী করোনায় মৃত্যুবরণকারী প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া কামনা করা হয়। মাহফিলে মুনাজাত পরিচালনা করেন দারুল ফজল মার্কেট মসজিদের পেশ ইমাম মাওলানা ফজল আহমদ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য সরওয়ার আলম চৌধুরী মনির সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ.স.ম জামশেদ খোন্দকার, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মহিউদ্দিন মাহমুদ সোহেল ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। মাহফিলে অন্যান্যের মধ্যে অংশ নেন শহীদুল হক চৌধুরী সৈয়দ, এ.কে.এম সরওয়ার কামাল দুলু, সাধন চন্দ্র বিশ্বাস, খোরশেদ আলম (যুদ্ধাহত), এফ.এফ আকবর খান, আবদুর রাজ্জাক, নাছির উদ্দিন, কাজী নুরুল আবছার, সৌরিন্দ্র নাথ সেন, কুতুব উদ্দিন, হাজী জাফর আহমদ, কামরুল আলম জতু, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, ময়নুল হোসেন, আবদুস ছবুর, আবদুল লতিফ, আবদুল হাফেজ, আমির আহম্মদ, ফারুক আহমেদ, ছালামত উল্লাহ, আবদুল গণি, আবদুস শুক্কুর, সিরাজুল ইসলাম, শহীদুল ইসলাম দুলু, মঞ্জু মিয়া, দুলাল রায়, আনোয়ার হোসেন, আশীষ গুপ্ত, অধ্যাপক শামসুদ্দিন, নুরুল আমিন, ড. ওমর ফারুক রাসেল, কাজী মুহাম্মদ রাজীশ ইমরান, মিজানুর রহমান সজীব প্রমুখ।