আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ইতোমধ্যে নিউ হ্যাম্পশায়ারের ছোট একটি শহরের ভোটের ফলাফল প্রকাশ্যে এসেছে। ছোট ওই শহরে ভোটারের সংখ্যা মাত্র ছয়। ব্যালট খুলে দেখা যাচ্ছে, ছ’টি ভোটের মধ্যে তিনটি পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর বাকি তিনটি পেয়েছেন কমলা হ্যারিস। অর্থাৎ, আপাতত প্রাথমিক ফলাফল ‘টাই’। নিউ হ্যাম্পশায়ারের ছোট শহর ডিঙভিল নচ। ১৯৬০ সাল থেকে সেখানে সশরীরে ভোটদানের পর্ব সবার আগে সম্পন্ন করা হয়। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। মাত্র ছ’জন ভোটার বলেই এই সিদ্ধান্ত। গত সোমবার মধ্যরাতেই (আমেরিকার সময় অনুযায়ী) ভোটাধিকার প্রয়োগ করেন ওই ছয় ভোটার। ১৫ মিনিটের মধ্যে গণনাপর্বও শেষ হয়। দেখা যায় তিনটি করে ভোট পেয়েছেন কমলা এবং ট্রাম্প। এখান থেকে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত বলে মনে করছেন অনেকে। ডিঙভিল নচের ভোটের ফলাফল এ পর্যন্ত নয়বার নির্বাচনের সঠিক ভবিষ্যদ্বাণী করতে পেরেছে, আর সাতবার জনতার রায় তাদের সঙ্গে যায়নি। ২০২০ সালে শহরটির বাসিন্দারা সবাই জো বাইডেনের পক্ষে ভোট দিয়েছিলেন, নির্বাচনে জয়ী হয়ে হোয়াইট হাউজে গিয়েছিলেন ডেমোক্র্যাট এ প্রার্থী। আর ওই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এখানে একটিও ভোট পাননি।
এবারের ২০২৪ এর নির্বাচনে যে ছয়জন নিবন্ধিত ভোটার তাদের ভোট দিয়েছেন তাদের মধ্যে চারজন মধ্যে চারজন রিপাবলিকান এবং দুইজন অঘোষিত ভোটার ছিলেন। শহরটির নিবন্ধিত ভোটারের চেয়ে সেখানে উপস্থিত সংবাদ কর্মীর সংখ্যা বেশি ছিল।