কমলা হ্যারিস ৮৫ মিনিটের জন্য হলেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট

| রবিবার , ২১ নভেম্বর, ২০২১ at ৯:৩২ পূর্বাহ্ণ

এবার প্রেসিডেন্ট হয়ে ইতিহাস সৃষ্টি করলেন কমলা হ্যারিস। এই প্রথম কোনো নারী যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের ক্ষমতা পেলেন। এর আগে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন তিনি। গতকাল শনিবার এতথ্য জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি। খবর বাংলানিউজের। জানা গেছে, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে কোলোনোস্কপি করা হয়। বাইডেনের যখন কোলোনোস্কপি করা হচ্ছিল, তখন তাকে চেতনানাশক দেওয়া হয়। তাই তিনি ক্ষমতা হস্তান্তর করেছিলেন কমলার কাছে। এসময় প্রেসিডেনশিয়াল ক্ষমতা দেওয়া হয়েছিল তাকে। ৫৭ বছর বয়সী কমলা প্রেসিডেন্ট হয়েছিলেন ৮৫ মিনিটের জন্য। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, স্বল্প সময়ের জন্য কমলা যে দায়িত্ব পেয়েছেন, তা অবিশ্বাস্য নয়। যুক্তরাষ্ট্রের সংবিধান এ সুযোগ রেখেছে এবং নিয়মিত কার্যপ্রক্রিয়ার অংশ হিসেবে এটা করা হয়েছে। তিনি আরও বলেন, এর আগে ২০০২ ও ২০০৭ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে এমন ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধমহাকাশ স্টেশনে পাড়ি প্রথম কৃষ্ণাঙ্গ মহিলার
পরবর্তী নিবন্ধ১০ মৃতদেহসহ অভিবাসন প্রত্যাশীদের জাহাজ সিসিলিতে