কমলা হ্যারিস : লিঙ্গ বৈষম্য ও বর্ণবাদী আক্রমণের শিকার এক প্রার্থী

| সোমবার , ২৯ জুলাই, ২০২৪ at ১১:০৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম দক্ষিণ এশীয় হিসেবে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বপালন করা কমলা হ্যারিস ডেমোক্র্যাট পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হওয়ার পথে সমর্থন দৃঢ় করার পর থেকেই তার ওপর আক্রমণ তীব্র হয়ে উঠেছে। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্প আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হ্যারিসকে পাগল, উন্মাদ এবং পাথরের মতো নির্বোধ বলে মন্তব্য করেছেন। মার্কিন কংগ্রেসের রিপাবলিকানরা তাকে বৈচিত্রের জন্য ধরে আনা একজন বলে উপহাস করেছেন। খবর বিডিনিউজের।

ডানপন্থিরা অনলাইনে তাকে বর্ণবাদী, লিঙ্গ বৈষম্যমূলক এবং নিষ্ঠুর অশ্লীল মন্তব্য করে জর্জরিত করেছেন। রয়টার্স বলছে, এসব অবমাননাকর বর্ণবাদী ও লিঙ্গ বৈষম্যমূলক আক্রমণ হ্যারিসের নীতির উপর মনোযোগ দেওয়ার রিপাবলিকান পার্টির সমন্বিত চেষ্টাকে বিপথে নিয়ে যাওয়ার হুমকি তৈরি করেছে। ব্ল্যাক আমেরিকানস ফর ট্রাম্প জোটের কিছু সদস্যসহ ট্রাম্পের মিত্ররা সতর্ক করে বলেছেন, হ্যারিসকে অপমান করা হতে থাকলে কৃষ্ণাঙ্গ ভোটারদের কাছে ট্রাম্পের পৌঁছানোর চেষ্টা ক্ষতিগ্রস্ত হতে পারে, ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে যাদের ভোট গুরুত্বপূর্ণ নির্ধারক হয়ে উঠতে পারে।

ট্রাম্পের সমর্থক ৯ রিপাবলিকান আইনপ্রণেতা ও ১১ কৃষ্ণাঙ্গ রিপাবলিকান নারীর মধ্যে আটজন সাক্ষাৎকারে অশালীন মন্তব্যের বিরোধিতা করে বলেন, হ্যারিসের ওপর ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয়, যেকোনো মন্তব্য করার সময় সতর্ক থাকা উচিত, কারণ এসব মন্তব্যের কারণে ট্রাম্পের নির্বাচনী ফলে প্রভাব পড়তে পারে। ৭৫ সদস্যের রিপাবলিকান মেইন স্ট্রিট ককাস এর চেয়ারম্যান ডাস্টি জনসন বলেন, আমি ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের বিরোধিতা করবো তার কাজের জন্য, তিনি কে তার জন্য নয়। তার বিরুদ্ধে এসব কুৎসিত মন্তব্য দেশের জন্যও অসম্মানজনক। আবার কেউ কেউ বলছেন, হ্যারিসের ব্যক্তিগত জীবন নিয়ে যেমন রিপাবলিকানরা কথা বলছে তেমনি ডেমোক্র্যাটরা ট্রাম্পকে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে আক্রমণ করছে। আদতে দুই পক্ষের কাঁদা ছোড়াছুড়ি কোনোটাই সমর্থনযোগ্য নয়।

পূর্ববর্তী নিবন্ধপেজেশকিয়ানকে ইরানি প্রেসিডেন্টের দায়িত্ব দিলেন খামেনি
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা