বাংলাদেশের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন কমলাপুর রেলস্টেশন, যা রাজধানীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত। ২০২২ সালের রেলওয়ে হিসাব অনুযায়ী দৈনিক একলাখ পনের হাজার লোক যাতায়াত করে উক্ত স্টেশনে। বর্তমান সংখ্যা তারচেয়ে বেশি কিন্তু দুংখের বিষয় দেশের সর্ববৃহৎ ও এতগুলো ট্রেন ও জনগণ চলাচলের পথ হওয়া সত্ত্বেও স্টেশনের প্রবেশ পথে সব কয়টি রাস্তা যেন ভাঙা গর্তে ভরা, বিশেষ করে সারাদেশ থেকে ঢাকাতে চিকিৎসা নিতে আসা অনেক বয়স্ক অপারেশন রোগী ট্রেনে যাতায়াত করে থাকে যাদের ঝাঁকুনি নিতে ডাক্তারদের সম্পূর্ণ নিষেধ থাকা সত্ত্বেও। কিন্তু দুংখের বিষয় এইসব রোগীদের প্রবেশপথে অনেক কষ্টের ও ভোগান্তির শিকার হতে হয়, এবং সেই সাথে থাকে ভাসমান জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যায় জর্জরিত, নিরাপত্তাহীনতা, কিশোর গং–এর আনাগোনা সব মিলিয়ে কমলাপুর রেলস্টেশনে প্রবেশপথ যেন এক ভয়ংকর মরণফাঁদ। অথচ সারাদেশ থেকে সরকারের উর্দ্ধতন কর্তা ব্যক্তিরা এই স্টেশন দিয়ে যাতায়াত করে।
আশা করি কমলাপুর রেলস্টেশনের সমস্ত প্রবেশপথে যে সমস্ত রাস্তা ভাঙা–গর্ত রয়েছে অতি শীঘ্রই মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো. জাকির হোসেন
সাতকানিয়া চট্টগ্রাম।