কমরেড মণি সিংহের স্মরণসভা

| বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের প্রাণপুরুষ কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা গতকাল বুধবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার উদ্যোগে হাজারী গলিস্থ পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিপিবি জেলা কমিটির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, মৃণাল চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, উত্তম চোধুরী প্রমুখ।

সিপিবি নেতারা প্রয়াত মণি সিংহের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, অবিভক্ত ভারত থেকে পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশ শ্রমিককৃষক মেহনতি মানুষের মুক্তির সংগ্রামের পুরোধা ছিলেন কমরেড মণি সিংহ। তিনি বৃটিশবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। কমরেড মণি সিংহ ছিলেন গরিবদুঃখী শোষিতনির্যাতিত মেহনতি মানুষের অকৃত্রিম ভালোবাসা, গভীর দেশপ্রেমের মূর্ত প্রতীক। তিনি আমৃত্যু মেহনতি মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন। আমৃত্যু তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। তাঁর আত্মতাগ, সাহস আর জীবনসংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ সঙ্গীত পরিষদের ২৭তম বার্ষিক চিত্রকলা প্রদর্শনী শুরু
পরবর্তী নিবন্ধজুলাই শহীদের ভাই মুহিবের খোঁজ নিলেন জোবাইরুল আরিফ