কমরেড ভবরঞ্জন পাল

| মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৯:১০ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলা কমিউনিস্ট পার্টির সদস্য ও কৃষক নেতা কমরেড ভবরঞ্জন পাল (৭৮) গত ৫ জুলাই বিকেল ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন। তিনি স্ত্রী,১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

কমরেড ভবরঞ্জন পাল, ৭০ এর দশকে কৃষক আন্দোলনের ও আশির দশকে কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। তিনি দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের একজন সক্রিয় যোদ্ধা ছিলেন। তাঁর ছেলে মীরসরাই উপজেলা কমিউনিস্ট পার্টির বর্তমান সম্পাদক কমরেড পলাশ কিশোর পাল। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি কমরেড অশোক সাহা ও সাধারণ সম্পাদক কমরেড মো. জাহাঙ্গীর কমরেড ভবরঞ্জন পালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও থানার বিশেষ অভিযান, গ্রেপ্তার ৮
পরবর্তী নিবন্ধডবলমুরিংয়ে ১৬ মামলার পলাতক আসামি গ্রেপ্তার