বন্দর শ্রমিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি কমরেড নজরুল ইসলাম (৮৮) গত ২৪ জুলাই সন্ধ্যায় বন্দর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। গত ২৫ জুলাই বাদ জুমা পোর্ট কলোনি ৮ নম্বর মসজিদে জানাজা শেষে বন্দর কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
কমরেড নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সভাপতি আশোক সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর ও সহকারী সম্পাদক নূরুচ্ছাফা ভূঁইয়া। তারা শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।