কমরেড অমর সেন স্মরণে সিপিবির সভা

| রবিবার , ১২ জানুয়ারি, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক, মাস্টার দা সূর্য সেনের সহযোদ্ধা কমরেড অমর সেনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে গত ১০ জানুয়ারী হাটহাজারীর ফতেয়াবাদে কমরেড অমর সেনের স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা কমিটি ও ফতেয়াবদ শাখার নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হাটহাজারী থানা শাখা। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিপিবি ফতেয়াবাদ শাখার নেতা কমরেড ডা. আশিষ ঘোষ। আলোচনায় অংশ নেন কমরেড নূরুচ্ছাফা ভূঁইয়া, কমরেড অজয় সেন,অধ্যাপক ত্রিদিপ রায়, প্রসেনজিৎ বৈদ্য,রিমন দেবনাথ, রানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহতের খবর
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ