কমনওয়েলথ ওয়ার সিমেট্রি পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

| শুক্রবার , ২৩ জুন, ২০২৩ at ৯:২১ পূর্বাহ্ণ

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার সিমেট্রি পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি সেখানে যান। এ সময় চট্টগ্রামে শুভেচ্ছা সফররত ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস কিলতানের কমান্ডিং অফিসার কমান্ডার অরিজিত পান্ডে তার সাথে ছিলেন। কমনওয়েলথ ওয়ার সিমেট্রিতে হাইকমিশনার পুষ্পস্তবক দিয়ে অবিভক্ত ভারতের ২০৭ জন সৈনিককে সম্মান জানান। যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাতির সেবায় তাদের জীবন উৎসর্গ করেছিলেন। এর মধ্যে বর্তমান পাকিস্তানের ৭৭ জন এবং বাংলাদেশের ১০ জন সৈন্য রয়েছে। শহীদ সেনাদের সম্মানে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে একটি অনার গার্ড প্যারেড করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-১৭ উপনির্বাচন আপিলে ফিরল হিরো আলমের প্রার্থিতা
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে নবনির্মিত মসজিদের ফলক উন্মোচন