কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশের নির্বাহী কমিটির এক সভা ও ইফতার অনুষ্ঠান গত মঙ্গলবার রাজধানীর বনানীতে নরওেজিয়ান ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিজেএ’র উদ্যোগে সিলেটে সদ্য অনুষ্ঠিত ‘বাংলাদেশের চা শিল্পের অবস্থা : চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারের সফলতার জন্য সন্তোষ প্রকাশ করা হয় এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি সেমিনারের ব্যয় অনুমোদন করা হয়।
সভায় আগামী এপ্রিলের শেষভাগে বা পরবর্তী মাসে চট্টগ্রাম অথবা কক্সবাজারে সাংবাদিকদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, নতুন সদস্যদের আবেদন ফি ১,০০০ টাকা এবং বাৎসরিক চাঁদা ১,০০০ টাকা নির্ধারণ করা হয়। সভায় ইন্ডিপেন্ডেন্ট টিভির আতিফা আনজুম আখতারী, ৭১ টিভির শাহনাজ শারমিন, প্রথম আলোর কাজী আলিমুজ্জামান এবং টিবিএন–এর সোনিয়া হোসেন–এর সদস্যপদ অনুমোদন করা হয়। সভায় সিজেএ’র ট্রেজারার শফিকুল বশর চপলের দ্রুত রোগমুক্তি কামনা করা হয়। সিজেএ’র প্রেসিডেন্ট পরভীন এফ চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ফরিদ হোসেন, আবদুল জলিল ভূঁইয়া, সুবাস চন্দ্র বাদল, জুলহাস আলম, মাইনুল আলম, হুমায়ুন রশিদ চৌধুরী, সুচরিতা বড়ুয়া ও ফারুক আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।