আইপিএল থেকে দেশে ফেরার পর দুজনই হোটেলবন্দি। যখন ছাড়া পাবেন তখন শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি থাকবে মাত্র দু’দিন। এদিকে দুই জনকে ঈদের পরেই দলের সঙ্গে প্রস্তুতিতে দেখতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সেজন্য ইতোমধ্যেই তারা সংশ্লিষ্ট দপ্তর বরাবর তাদের কোয়ারেন্টাইনের মেয়াদ কমাতে আবেদন করেছিল। ভালো খবর হলো, বিসিবি’র আবেদনে ইতবাচক সাড়া দিয়েছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর। ফলে হয়ত ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না আইপিএল ফেরৎ সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে সামনে রেখে ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশের প্রাথমিক দলের একাংশের সদস্যরা। বাদবাকিরা অর্থাৎ শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে যারা দেশে ফিরেছেন তাদের ৭ মে থেকে অনুশীলনে নামার কথা থাকলেও কোয়ারেন্টাইন জটিলতায় এখনও যোগ দিতে পারেননি। কারণ স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাদের অনুশীলনের জন্য লিখিত অনুমতি দেওয়া হয়নি। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান যেহেতু ভারত থেকে ফিরেছেন সেহেতু কাজটি সহজ নয় বলে জানান বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তবে তাদের কোয়ারেন্টাইনের মেয়াদ কমবে বলে তিনি আশাবাদি। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তিনি বলেন, ‘আমরা স্টেপ বাই স্টেপ কাজ করছি। আমরা জাতীয় দলেরটা দেখছি। যারা ভারত থেকে আসছেন তাদের প্রটোকলটা ভিন্ন। আরও কঠিন। তাদেরটা নিয়েও কাজ করছি। আশা করছি সে ব্যাপারেও ইতিবাচক কিছু পাব।’ সিইও আরও জানান আন্তর্জাতিক ক্রীড়ার ক্ষেত্রে ক্রিকেটারদের কোয়ারেন্টাইনের বিষয়টি সম্পুর্ণ আলাদা যা সাধারণ মানুষের সঙ্গে মেলালে ভুল হবে। সাকিব-মোস্তাফিজের কথাই ধরা যাক। প্রথমত তারা আইপিএলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ছিলেন, দ্বিতীয়ত: এসেছেন বিশেষ বিমানে, তৃতীয়ত: দেশে ফিরেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। কাজেই তাদের সঙ্গে সাধারণ যাত্রীদের মেলাতে হয়ত স্বাচ্ছন্দবোধ করছেন না বিসিবি সিইও। ‘আন্তর্জাতিক ক্রিকেট বা বিশ্বের খেলাধুলা বলেন আলাদা প্রটোকোল আছে। আমাদের দেশের যে প্রটোকোল আছে সেগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য। মানে হচ্ছে তারা সাধারণ যাত্রীবাহি বিমানে আসছেন। তারা একটা টেস্ট নেগেটিভ দিয়ে আসছেন। সরকারের প্রটোকল মেন্টেইন করছেন। সেক্ষেত্রে আর কোন টেস্টেও যাচ্ছেন না। কিন্তু আমাদের স্পোর্টস ইভেন্টে যারা অংশগ্রহণকারী হন তারা কিন্তু নির্দিষ্ট প্রটোকল মেনে আসতে হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরীক্ষা তাদের করতে হয়। টেস্টে নেগেটিভ হলেই অংশ নিতে পারে।