দেশের পাঁচটি জেলা ও দুইটি বিভাগের ওপর দিয়ে একদিকে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, অন্যদিকে কয়েকটি অঞ্চলে ঘন কুয়াশা কাটতে শুরু করায় শীতের দাপট কামতে শুরু করেছে বলে জানিয়েছে আবওহাওয়া অধিদপ্তর। গতকাল ভোর ৬টা পর্যন্ত পুর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গোপালগঞ্জে, ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; যা এ মৌসুমে সর্বনিম্ন। আর যশোরে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিলায়স, চুয়াডাঙ্গায় ৮ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বিডিনিউজ জানায় : আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘একদিকে শৈত্যপ্রবাহ চললেও চট্টগ্রাম ও সিলেট বিভাগ, ঢাকা মহানগর ও জেলাসহ আরও কিছু এলাকায় কুয়াশর প্রকোপ কমে আসায় সূর্যের দেখা মিলেছে, ফলে এসব এলাকার শীতের অনুভূতি কমতে শুরু করেছে।’ আবওহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতি থেকে সোমবার পর্যন্ত পাঁচ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবওহাওয়া শুষ্ক থাকতে পারে। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং শুক্রবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অধিদপ্তর বলছে, বৃহস্পতি ও শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।












