কমতে পারে রডের দাম

| শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৭:৩৬ পূর্বাহ্ণ

২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রডের ভ্যাট ব্যবসায়ী পর্যায়ে কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ভ্যাট কমলে সংগত কারণে রডের দামও কমবে। গতকাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে রডের ওপর ভ্যাট কমানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী। খবর বাংলানিউজের।

তিনি বলেন, এম.এস. প্রোডাক্টের ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট প্রতি টনে ৫০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নির্ধারণের প্রস্তাব করছি। ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

এবারের বাজেটের আকার জিডিপির ১৫ দশমিক ২ শতাংশ। পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৪ লাখ ৩১ হাজার ৯৯৮ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদ, বিক্ষোভ
পরবর্তী নিবন্ধপরীক্ষায় আইনের ব্যত্যয় হলে ছাড় নয়