কমছে মুরগি ও ডিমের দাম

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ নভেম্বর, ২০২২ at ৭:১৭ পূর্বাহ্ণ

দীর্ঘদিন উত্তাপ ছড়ানোর পর কমছে ব্রয়লার মুরগি ও ডিমের বাজার। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে কমেছে ২০ টাকা। অন্যদিকে ডিমের দাম ডজনে কমেছে ২৫ টাকা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে চাহিদা কমার কারণে মুরগি ও ডিমের দাম কমছে।
গতকাল শুক্রবার নগরীর কয়েকটি খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ১৮০ টাকায়। এছাড়া এক সপ্তাহ আগে ডিমের ডজন বিক্রি হয়েছে ১৪৫ টাকায়। বর্তমানে ২৫ টাকা কমে গিয়ে বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
নগরীর ব্যাটারি গলি বাজারের মুরগি বিক্রেতা আসিফুল ইসলাম বলেন, বর্তমানে বাজারে সরবরাহের তুলনায় বিক্রি কমে গেছে। দাম বাড়ার পর থেকে মুরগি বিক্রি কমে যায়। যার ফলে দামও কমেছে। কাজীর দেউড়ি বাজারের ডিম বিক্রেতা মোহাম্মদ রুবেল বলেন, বর্তমানে বাজারে ডিমের চাহিদা কমে গেছে। মূলত চাহিদা কমার কারণে দাম নিম্নমুখী।
কাজীর
দেউড়ি বাজারে আসা ক্রেতা ইরফানুল হক
বলেন, ডিম ও মুরগির দাম কমা ক্রেতাদের জন্য অবশ্যই স্বস্তিদায়ক। বাজারে প্রত্যেক পণ্যের দামই বাড়তি। অনেক পণ্য সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে।

পূর্ববর্তী নিবন্ধসারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি
পরবর্তী নিবন্ধশুরু হচ্ছে চার কারখানার যাত্রা