কমছে তাপমাত্রা বাড়ছে শীত

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ ডিসেম্বর, ২০২১ at ৮:৪৩ পূর্বাহ্ণ

চলতি শীতকালীন মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ এসেছে দেশের উত্তরাঞ্চলে। গতকাল রোববার দেশে সর্বনিম্ন ৯ দশমিক নয় মাত্রার তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়। আজ থেকে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইভাবে চট্টগ্রামেও ধীরে ধীরে তাপমাত্রা কমবে এবং শীতের প্রকোপ বাড়বে বলে জানিয়েছে চট্টগ্রাম আবহাওয়া অফিস।
ডিসেম্বরে সাগরে ঘূর্ণিঝড় আর বৃষ্টিতে সামান্য বিলম্বিত হয়েছে শীত। বাংলাদেশে শীতের প্রকোপ বেশি থাকে জানুয়ারি মাসে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আবার তাপমাত্রা ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। গতকাল চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
চট্টগ্রাম আবহাওয়া অফিস গতকাল সন্ধ্যা ৬ টা স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে সকালের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। উত্তর, উত্তর-পশ্চিম দিক হতে ঘণ্টায় ১০-১২ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
চট্টগ্রাম আবহাওয়া ও ভূ-প্রাকৃতিক কেন্দ্রের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসানাৎ দৈনিক আজাদীকে বলেন, ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে তৈরি হওয়া মেঘ চট্টগ্রাম থেকে কেটে গেছে। এতে করে আজ (রোববার) থেকে ধীরে ধীরে চট্টগ্রামের তাপমাত্রা কিছুটা কমতে থাকবে এবং কিছুটা শীত পড়বে। তিনি বলেন, চট্টগ্রামে শৈত্যপ্রবাহ তেমন একটা হয় না। দেশে তীব্র শৈত্যপ্রবাহ ঢুকলে চট্টগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। তবে চলতি সপ্তাহে তেমনটা হওয়ার সম্ভাবনা নেই বলে জানান এ আবহাওয়া বিশেষজ্ঞ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে মৃত্যুহীন দিন, শনাক্ত ৩
পরবর্তী নিবন্ধবাংলাদেশের ৫জি যুগে প্রবেশ, উদ্বোধন করলেন জয়