কবে মানুষ হবো

মোহাম্মদ রজব | রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫৮ পূর্বাহ্ণ

নিজের দোষ লুকিয়ে রেখে

খুঁজি অপরের দোষ

স্বভাব আমার কবে যাবে

কবে হবো মানুষ?

নিজের ভিতর মিথ্যা রেখে

দেই সত্যের বাণী

সত্যিকারের নির্বোধ তবু

ভাবছি মহাজ্ঞানী!

নিজের ভিতর বিষ রেখে ঠিক

মধুর কথা বলি

সময় হলে দেই যে ছোবল

উল্টো পথে চলি।

মানুষ নামের মানুষ দেখি

আসল মানুষ কই

মানুষের চেয়ে পশু ভালো

এমন দেশে রই!

পূর্ববর্তী নিবন্ধপ্রজ্ঞাদীপ্ত আলোকবর্তিকা
পরবর্তী নিবন্ধপ্রশংসা কাজের গতিবিধি নিয়ন্ত্রণ করে