পুরো নাম মনোয়ার হোসেন ডিপজল। তিনি ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও পরিচালক। মনতাজুর রহমান আকবরের হাত ধরে চলচ্চিত্র পা রাখেন ডিপজল। ১৯৯৩ সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘টাকার পাহাড়’।
তারপর ক্যারিয়ারে প্রায় ৩৫০টি সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেতা। মূলত খল অভিনেতা হিসেবেই ব্যাপক পরিচিত তিনি। জনপ্রিয় এ অভিনেতার রয়েছে ভিন্ন ধরনের শখ। তার মধ্যে একটি হচ্ছে- কবুতর পালন। সাভারে তার নিজ বাড়িতে কবুতর পালন করেন ডিপজল। বাণিজ্যিকভাবে নয়, শখের বসেই কবুতর খামার গড়ে তুলেছেন তিনি। তার সংগ্রহে আছে দেশীয় জাতের পায় ৮-১০ হাজার কবুতর। পাঙ্খি, রানি, আর্মি, জুটপরী, সাফটিলা, টিলা, ন্যাপ্টাসহ প্রায় ২০ জাতের কবুতর আছে ডিপজলের সংগ্রহে। এছাড়া পায়রা দৌড়ে অংশ নেওয়ার জন্য আছে বিভিন্ন রেসার কবুতর। কবুতর পালন প্রসঙ্গে ডিপজল বলেন, ‘আমি কবুতর পালি ক্লাস থ্রি থেকে, ছোটবেলা থেকে। এখনও পালছি, ভালো লাগে। অন্য দশজন থেকে ভিন্ন কবুতর আমার কাছে পাবেন।