কবুতর খুঁজতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের

রাউজান প্রতিনিধি | রবিবার , ২০ আগস্ট, ২০২৩ at ১০:৪৮ পূর্বাহ্ণ

রাউজানের এক কিশোর কবুতর খুঁজতে গিয়ে বাড়ির ছাদ পকপল পড়ে মারা গেছে। মোহাম্মদ সিফাত (১২) নামের এই কিশোর গতকাল ১৯ আগস্ট শনিবার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়।আহতাবস্থায় পরিবারের সদস্যরা স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়। নিহত কিশোর সিফাত রাউজান পৌরসভার ২নম্বর ওয়ার্ডের নজির আহমদ মিস্ত্রি বাড়ির প্রবাসী মো. জামালের ছেলে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি
পরবর্তী নিবন্ধবিশ্ব রাজনীতিতে বঙ্গবন্ধুর অবাধ বিচরণে মার্কিনীরা ভীত হয়ে ষড়যন্তে লিপ্ত হয়েছিল