প্রখ্যাত সংগীতজ্ঞ আজাদ রহমান চলে যাওয়ার এক বছর পূর্ণ হয়েছে গত রোববার। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন বাংলা গানের জীবনমুখী ঘরানার কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন। আজাদ রহমান স্মরণে নতুন রাগ সৃষ্টি করেছেন তিনি। খবর বাংলানিউজের।
রোববার এক ভিডিওবার্তায় কবীর সুমন নতুন রাগটি গেয়ে শোনান। একইসঙ্গে আজাদ রহমান বেঁচে থাকতে তার সঙ্গে দেখা না হওয়ার আফসোসের কথাও জানান। বর্তমানে বাংলা খেয়াল নিয়ে গবেষণা করছেন কবীর সুমন। সৃষ্টি করছেন নতুন নতুন রাগ। তারই ধারাবাহিকতায় এলো ‘রাগ আজাদ’। আজাদ রহমান প্রসঙ্গে কবীর সুমন বলেন, ‘বাংলাদেশে যিনি বাংলা খেয়ালের প্রবর্তন করেন এবং বাংলা খেয়ালের জন্য আজীবন সংগ্রাম করে যান, সেই আজাদ রহমানের গতকাল ছিল প্রয়াণ দিসব। এক বছর আগে এই দিনে তিনি চলে গিয়েছিলেন। আজাদ রহমানের নাম আমি শুনেছি, গান শুনেছি, রচনা শুনেছি, তার বাংলা খেয়াল রেকর্ডে শুনেছি, কিন্তু আলাপ হয়নি কোনোদিন। এ আমার সারাজীবনের আফসোস থেকে গেল। আমার এখন ৭৩ চলছে। বন্ধুরা, আমার খুব ইচ্ছে করছিল একটা রাগ আমি তাকে উৎসর্গ করি। এই রাগটির নাম দিলাম ‘আজাদ’। এরপর কবীর সুমন নিজের কণ্ঠে ‘রাগ আজাদ’ গেয়ে শোনান। ‘আজাদ রহমান/ বাংলা খেয়াল গান/ বাংলা ভাষার গানে/ খেয়াল তাকে টানে/ থেকে গেলেন তিনি বাংলায় বহমান/ বাংলাদেশের তিনি আজাদ রহমান’- তিন তালে এই বন্দিশ গেয়েছেন তিনি। সবশেষে কবীর সুমন বলেন, এই রাগ আজই সবিনয় এবং সগর্বে সৃষ্টি করেছি আমি। আমিও বাঙালি ছেলে, ‘রাগ আজাদ’ বাংলা খেয়াল।