তিনি লীনা। কাব্যে–সাহিত্যের ধ্যানে ও অনুশীলনে চিরলীনা। তার সারাজীবনের চিন্তা ও কর্মধারা কাব্য ও সাহিত্যকে ঘিরে আবর্তিত হচ্ছে। গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে কবি–গল্পকার সাবিনা পারভীন লীনার তৃতীয় কাব্যগ্রন্থ ‘মুহূর্তের অমৃত নাদ’ এর প্রকাশনা অনুষ্ঠানে অতিথি ট্রেড ইউনিয়ন নেতা তপন দত্ত এ কথা বলেন।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন কবি লীনার পিতা হাসান মোস্তাফা ও দৈনিক মুক্ত খবরের চট্টগ্রাম ব্যুরোর আবাসিক সম্পাদক জ্যোতির্ময় নন্দী। অন্যদের মধ্যে বক্তব্য দেন চন্দ্রবিন্দু প্রকাশনীর স্বত্বাধিকারী কবি মঈন ফারুক, কবি শারদ মাযহার, কবি সেলিম আক্তার পিয়াল, কবির স্বামী সংস্কৃতিসেবী শিহাব চৌধুরী বিপ্লব প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কবি আখতারী ইসলাম। উদ্বোধনী সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথের ‘সার্থক জনম আমার’ গানটি পরিবেশন করেন পল্লবী বড়ুয়া। ‘মুহূর্তের অমৃত নাদ’ থেকে কবিতা পাঠ করেন কবি অনুপমা অপরাজিতা, বাচিক শিল্পী মোহাম্মদ হামিদ উল্লাহ ও স্বাতী ব্যানার্জী।
প্রসঙ্গত, ‘মুহূর্তের অমৃত নাদ’ (২০২৪) সাবিনা পারভীন লীনার তৃতীয় কাব্যগ্রন্থ। তার অন্য দুটো কাব্যগ্রন্থ হলো ‘জলের চিত্রলেখা’ ও ‘বহুদিনের বাক্যরাশি’। এছাড়া আছে প্রবন্ধগ্রন্থ ‘স্মৃতি ও কিছু কথা’, গল্পগ্রন্থ ‘সম্পর্ক’ এবং সম্পাদিত একাত্তরের প্রথম নারী শহীদ কবি মেহেরুন্নেসা স্মারকগ্রন্থ ‘সূর্যজ্যোতির পাখি’। প্রেস বিজ্ঞপ্তি।