কবি শওকত হাফিজ রুশ্নি ছিলেন মুক্তিযুদ্ধের বীর সেনানি

স্মরণ সভায় বক্তারা

| সোমবার , ১ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২৫ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা কবি শওকত হাফিজ খান রুশ্নি’র ২৭তম মৃতুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা গতকাল বিকাল ৪টায় দোস্ত বিল্ডিংস্থ মুক্তিযোদ্ধা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদের সভাপতিত্বে ও জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক মঈন উদ্দীন। প্রধান বক্তা ছিলেন চবি পালি বিভাগের সাবেক ডিন ড. জিনবোধি ভিক্ষু। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি নজরুল ইসলাম ও সিরাজুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, ফেরদৌস হাফিজ খান, পল্টু লাল সাহা, সুভাষ চৌধুরী, কিরণ লাল আচার্য্য, পংকজ দস্তিদার, মো. ইদ্রিস, রাখাল চন্দ্র ঘোষ, এম এ সালাম, বিজয় ধর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কবি শওকত হাফিজ খান রুশ্নি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী। বিএলএফ এর অন্যতম সদস্য হিসেবেও তার অবদান অবিস্মরণীয়। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক ও ছাত্রলীগের অন্যতম নেতা ছিলেন। মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপার্বত্য এলাকায় অনলাইনে দেয়া হচ্ছে স্থায়ী বাসিন্দার সনদ
পরবর্তী নিবন্ধউত্তর পতেঙ্গায় মশক নিধন কার্যক্রম