বাংলা একাডেমির মহাপরিচালক এবং জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদার কবিতা নিয়ে গতকাল শনিবার নগরীতে অনুষ্ঠিত হলো নান্দনিক এক আবৃত্তিসন্ধ্যা।
সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের আয়োজনে মেহেদীবাগস্থ কবিতার প্রহর মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে উপস্থিত ছিলেন কবি মুহম্মদ নূরুল হুদা। সম্মিলিত আবৃত্তি জোট সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন জোটের সভাপতি ফারুক তাহের। আলোচনায় অংশ নেন কবি আবু তাহের মোহাম্মদ, কবি ওমর কায়সার, আব্দুল হালিম দোভাষ, অধ্যাপক রুহু রুহেল, নিশাত হাসিনা শিরিন, মাসুদ বকুল, আলী প্রয়াস, আহমেদ মিরাজ প্রমুখ। অনুষ্ঠানে নুরুল হুদার কবিতা আবৃত্তি করেন সম্মিলিত আবৃত্তি জোটভুক্ত ২২টি সংগঠনের শিল্পীরা। আবৃত্তি করেন প্রণব চৌধুরী, মছরুর হোসেন, মোহাম্মদ সেলিম ভূইয়া, সঞ্জয় কুমার, স্নিদ্ধা বড়ুয়া, উম্মে সালমা নিঝুম, আব্দুল্লাহ ফারুক রবি, পায়েল বিশ্বাস, বর্ষা চৌধুরী, সুপ্রিয়া চৌধুরী, এএসএম এরফান, স্নিদ্ধা শিকদার, ফাইরুজ নাওয়াল দূর্দানা, প্রজ্ঞা পারমিতা প্রমুখ।
শিল্পীরা কবির আমরা তামাটে জানি, যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ,সহ বিভিন্ন কবিতা আবৃত্তি করেন। প্রেস বিজ্ঞপ্তি।












