কবি মাহবুব উল আলমের নামে নামকরণ ও ফলক উন্মোচন আজ

চসিক পাবলিক লাইব্রেরি

| বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:২৮ পূর্বাহ্ণ

একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’র কবি মাহবুব উল আলম চৌধুরীর নামে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরির নামকরণ ও ফলক উন্মোচন অনুষ্ঠান আজ বুধবার সকাল ১০টায় লালদীঘি দক্ষিণ পাড়স্থ দুর্যোগ ব্যবস্থাপনা ও লাইব্রেরি ভবনে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশের উন্নয়নে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে
পরবর্তী নিবন্ধচবি মেরিন সায়েন্সেস ফিশারিজ অনুষদের সেমিনার