কবি ফররুখ আহমদের ৪৯তম মৃত্যুদিবস আজ

| বৃহস্পতিবার , ১৯ অক্টোবর, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

আধুনিক বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি ফররুখ আহমদের ৪৯তম মৃত্যুদিবস আজ। তিনি মুসলিম রেনেসাঁর কবি হিসেবে সমধিক পরিচিত। আধুনিক বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরার মাঝআইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সৈয়দ হাতেম আলী। মাতা বেগম রওশন আখতার। কবি ফররুখ আহমদের কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে সাত সাগরের মাঝি, সিরাজাম মুনিরা, নৌফেল ও হাতেম, মুহুর্তের কবিতা, ধোলাই কাব্য, হাতেম তায়ী, নতুন লেখা, কাফেলা, হাবিদা মরুর কাহিনী, সিন্দাবাদ, দিলরুবা। শিশুসাহিত্যেও তিনি ছিলেন অতুলনীয়। তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ হলোপাখির বাসা, হরফের ছড়া, চাঁদের আসর, ছড়ার আসর, ফুলের জলসা।

কবি ফররুখ আহমদ স্বাধীনতা পদক, একুশে পদক, বাংলা একাডেমী, প্রেসিডেন্ট পদক প্রাইড অব পারফরমেন্স, আদমজী পুরস্কার, ইউনেস্কো পুরস্কার লাভ করেছেন। ১৯৭৪ সালের ১৯ অক্টোবর ঢাকায় কবি ফররুখ আহমদ ইন্তেকাল করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল আজকাল
পরবর্তী নিবন্ধআজ দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা