কবি নজরুল একাডেমির চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা ৩০ মার্চ

| সোমবার , ২৮ মার্চ, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কবি নজরুল একাডেমি চট্টগ্রামের উদ্যোগে আগামী বুধবার ৩০ মার্চ বিকেল ৩ টায় চিত্রাঙ্কন ও বিকেল ৪ টায় আবৃত্তি প্রতিযোগিতা শাহাজাহান মাঠ সংলগ্ন আমবাগান শেখ রাসেল পার্কে অনুষ্ঠিত হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্বাধীনতা দিবসের সাথে সম্পৃক্ত যে কোনো ছবি আকঁতে পারবে অংশগ্রহণকারীরা। ক বিভাগ ( প্লে থেকে নার্সারী), খ বিভাগ ( কেজি ও ১ম শ্রেণী), গ বিভাগ (২য় ও ৩য় শ্রেণি), ঘ বিভাগ (৪র্থ থেকে ৭ম শ্রেণি) ও ঙ বিভাগে (৮ম ও ১০ম শ্রেণি) শিক্ষার্থীরা অংশগ্রহণ করার সুযোগ পাবে এই প্রতিযোগিতায়। আবৃত্তিতে উন্মুক্ত আবৃত্তি করতে পারবে শিক্ষার্থীরা। ইচ্ছুক অংশগ্রহণকারীরা কবি নজরুল একাডেমি চট্টগ্রাম ছাড়া ও দামপাড়ার মেসার্স হক লাইব্রেরি এন্ড স্টেশনারি, চকবাজারের চন্দ্রবন্দু বুকস এন্ড স্টেশনারি এবং আন্দরকিল্লার পাঠক সাথী লাইব্রেরি থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ মঙ্গলবার ২৯ মার্চ পর্যন্ত। এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার দৈনিক আজাদী, মহানগর নিউজ ও এশিয়ান টিভি। কবি নজরুল একাডেমি চট্টগ্রামের পরিচালক নূর নবী বলেন, কোমলমতি শিশুরা যাতে তাদের প্রতিভা তুলে ধরতে পারে তাই আমরা প্রতিবছর চট্টগ্রাম শহরের শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করে থাকি। এ বছরও আমরা অনেক স্কুলেই আবেদন ফর্ম প্রচার করেছি। শিক্ষার্থী ছাড়াও অনেক অভিভাবকরাও এই প্রতিযোগিতা নিয়ে উৎসাহ প্রকাশ করেছে। আশা করছি এধরনের প্রতিযোগিতার মাধ্যমে তারা তাদের সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে পারবে। আগামী বৃহস্পতিবার বিকেল ৩ টায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী পৌর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা
পরবর্তী নিবন্ধশিশুর কান্না শুনে মায়ের মরদেহ উদ্ধার