কবি ও শিল্পী খালিদ গত ২২ মার্চ পরলোকগমন করেন। তিনি রেখে গেছেন অমূল্য কিছু শিল্পকর্ম এবং করোনাকালের অবরুদ্ধ সময়ের কিছু কবিতার পংক্তিমালা। সেই সব কবিতা নিয়ে ‘করোনাকালীন কবিতা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন এবং চিত্রকর্মগুলো নিয়ে আয়োজন করা হয়েছে তিনদিন ব্যাপী প্রদর্শনীর। আর্ট গ্যালারীতে।
জেলা শিল্পকলা একাডেমি মিলয়নায়তনে আজ সন্ধ্যা ৬.৩০ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। অতিথি থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং গোলাম মোস্তফা কাঞ্চন। জেলা শিল্পকলার আর্ট গ্যালারিতে প্রদর্শনী চলবে ২০ নভেম্বর পর্যন্ত। সকলের জন্য উন্মুক্ত প্রদর্শনী চলবে প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯ টা অব্দি। প্রেস বিজ্ঞপ্তি।