কবি কামাল চৌধুরী পাচ্ছেন চট্টগ্রাম একাডেমি মমতাজ সবুর সাহিত্য সম্মাননা

| রবিবার , ১৪ মে, ২০২৩ at ৭:০১ পূর্বাহ্ণ

সাহিত্যসংস্কৃতি, ইতিহাসঐতিহ্য বিষয়ক সংগঠন চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত লেখিকা মমতাজ সবুর সাহিত্য সম্মাননা ও পুরস্কার ২০২৩ পাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত কবি ও সাহিত্যশিল্পী কামাল চৌধুরী। আগামী ২০ মে শনিবার বিকেল সাড়ে ৫ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘বঙ্গবন্ধু হলে’ দ্বিতীয়বারের মতো এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ। ‘বাংলা কবিতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ’ তাঁকে এই সম্মাননা প্রদান করা হবে। পঁচাত্তরের পনের আগস্ট পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রথম কবিতা রচনায় সাহসী ভূমিকা ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ জাতীয় পর্যায়ে উদযাপনে তাঁর আন্তরিক সনিষ্ঠ ভূমিকাকেও অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান ড. অনুপম সেনের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আলোচক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক, একুশে পদকপ্রাপ্ত প্রাবন্ধিক ড. মাহবুবুল হক, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, কবি ও নাট্যব্যক্তিত্ব শিশির দত্ত, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, আগ্রাবাদ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. আনোয়ারা আলম প্রমুখ। মমতাজ সবুর পরিবারের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন। উল্লেখ্য, প্রথমবার এই সম্মাননা ও পুরস্কার পেয়েছেন খ্যাতিমান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমরেশ মজুমদারের কালবেলা এবং নকশাল আন্দোলন
পরবর্তী নিবন্ধদক্ষ নেতৃত্ব ও সঠিক চিকিৎসার ফলে নাটাব রোল মডেল হয়ে থাকবে