কবি আসাদ বিন হাফিজ মেধাবৃত্তি পরীক্ষা

| সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলাধীন দ্বীপচরতী দারুল ইসলাম দাখিল মাদ্রাসায় কবি আসাদ বিন হাফিজ মেধাবৃত্তি পরীক্ষা গত শনিবার অনুষ্ঠিত হয়। সৃজনশীলতা ও সাহিত্যচর্চার উৎকর্ষ সাধনের লক্ষ্যে অনুষ্ঠিত এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে হিলফুল ফুযুল সাহিত্য কানন (হিফুসাকা)। হিফুসাকার সাধারণ সম্পাদক মুঃ জাহেদুল ইসলাম জিহাদের উপস্থিতিতে কেন্দ্রে পরীক্ষকের দায়িত্ব পালন করেন, এডভোকেট দেলোয়ার হোসেন ও মাওলানা আব্দুস সালাম। হল দায়িত্বে ছিলেন, মাওলানা মফিজুর রহমান, শাহীদুল হক, কুতুবুল আলম, হাফেজ মাওলানা উসমান গনি, মেশকাতুল ইসলাম, সাঈদ হোসেন, ও জহিরুল ইসলাম। উক্ত বৃত্তি পরীক্ষায় দক্ষিণ চট্টগ্রামের যে সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন, বিজিসি ট্রাস্ট কলেজ, বরমা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, জাফরাবাদ ফাজিল মাদ্রাসা, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়, বৈলতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়, জাব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা, দ্বীপচরতী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, দ্বীপচরতী দারুল ইসলাম দাখিল মাদ্রাসা, দক্ষিণ চরতী মজিদিয়া দাখিল মাদ্রাসা, বার আউলিয়া হামেদিয়া আলিম মাদ্রাসা ও বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুঁথিগত বিদ্যার পাশাপাশি মহা মনীষীদের জীবনী পড়তে হবে
পরবর্তী নিবন্ধআইআইইউসি’র ২৬৩ তম সিন্ডিকেট সভা