কবি আনন্দমোহন রক্ষিত তাঁর সৃষ্টির জন্য তিনি বিশিষ্ট। তাঁর কবিতায় আমরা পাই দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, বাঙালির বীরত্বগাথা। আমরা আরো পাই পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ আর ঘৃণা। আনন্দমোহন রক্ষিত গুণী লেখকদের একজন। মুক্তিযুদ্ধ বিষয়ক তাঁর কিছু কিছু কবিতা এক কথায় অনন্য। বলা যায় পাঠকের কাছে সমান অনুপ্রেরণাদায়ী।
গতকাল সোমবার চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে একাডেমির জীবন সদস্য আনন্দমোহন রক্ষিতের মৃত্যুতে শোকসভায় বক্তারা এসব কথা বলেন।
একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সংগঠক সাহিত্যিক রাশেদ রউফের সঞ্চালনায় শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন, চট্টগ্রাম একাডেমির সাবেক মহাপরিচালক নেছার আহমদ ও অরুণ শীল, একাডেমির পরিচালক প্রফেসর রীতা দত্ত, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, সংগঠক জাহাঙ্গীর মিঞা, লেখক এস এম আবদুল আজিজ, প্রাবন্ধিক এস এম মোখলেসুর রহমান, প্রাবন্ধিক বাসুদেব খাস্তগীর, গল্পকার অনুবাদক ফারজানা রহমান শিমু, রাঙ্গুনিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রাবন্ধিক তরুণ কান্তি বড়ুয়া, কবি গীতিকার জসীম উদ্দিন খান, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, প্রাবন্ধিক কাঞ্চনা চক্রবর্তী, অধ্যাপক বিকিরণ বড়ুয়া, লেখক মহসিন চৌধুরী, কবি দিলীপ কির্তুনীয়া, গল্পকার রুনা তাসমিনা, কবি গল্পকার লিপি বড়ুয়া, শিশুসাহিত্যিক লিটন কুমার চৌধুরী, প্রাবন্ধিক শাকিল আহমেদ, শিশুসাহিত্যিক ছড়াকার গৌতম কানুনগো, বাচিকশিল্পী আয়েশা হক শিমু, কবি বাচিকশিল্পী সৌভিক চৌধুরী, গল্পকার শিপ্রা দাশ, গল্পকার ইফতেখার মারুফ প্রমুখ। মঞ্চে ছিলেন প্রয়াত আনন্দমোহন রক্ষিতের স্ত্রী লাকী দত্ত এবং বক্তব্য দেন, কন্যা শুভেচ্ছা রীমা। প্রেস বিজ্ঞপ্তি।