শৈলী সাহিত্য বুলেটিন সম্পাদক, কবি ও শিশু সাহিত্যিক আজিজ রাহমানের মা হাসিনা বেগম গত ২৩ এপ্রিল রাত সোয়া দশটায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী এক বিবৃতিতে আজিজ রাহমানের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন। এছাড়া শোক প্রকাশ করেছে স্বকাল শিশুসাহিত্য সংসদ, চাঁদের মেলা সাহিত্য সংগঠন ও বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি। প্রেম বিজ্ঞপ্তি।