দেশের নন্দিত গীতিকবি কবির বকুলের লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন দুই সংগীত তারকা ন্যান্সি ও ইমরান। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। গানটি নিয়ে গীতিকার কবির বকুল তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লিখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সব বিষয় নিয়ে বক্তৃতা, পোস্ট দেয়ার পক্ষপাতি আমি নই। তবে বিশেষ কিছু হলে এবং যদি আমার কাছে মনে হয় যে, বিষয়টা জানানো উচিত, আমি তখনই সেটা জানানোর তাগিদ অনুভব করি। ইমন চৌধুরী এই সময়ের প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক। চলচ্চিত্রে তার সঙ্গে আমার কাজ করা হয়নি। এই প্রথম তার সঙ্গে একটি গান করলাম। কবির বকুল আরও লিখেছেন, মঙ্গলবার রাতে রেকর্ড হলো ‘নিন্দুকে’ গানটি। খুব ভালো গাইলেন ন্যান্সি আর ইমরান। অনেক দিন পর ন্যান্সি আমার লেখা গান গাইলো। গানটি ‘লিপস্টিক’ চলচিত্রের। পরিচালক কামরুজ্জামান রোমান। কবির বকুল আরও বলেন, ‘নিন্দুকে’–শিরোনামের গানটি অসাধারণ হয়েছে। ‘যা বলার বলুক না নিন্দুকে’ কথার এ গানটি ইমরান ও ন্যান্সি যেমন অসাধারণ গেয়েছেন, তেমনি ইমন চৌধুরী অসাধারণ সুর করেছেন। আমার কাছে এর সুর, সংগীত ও গায়কী ভীষণ ভালো লেগেছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।












