অস্ত্রের মতো কোমরে গোলাপ রেখেছিলাম
গোলাপ অবৈধ হয়ে গেছে এখন
পরাস্ত ঘোড়ার কেশরে হাত রেখে
নিস্তব্ধ রয়েছিলাম দীর্ঘকাল
ঢিব ঢিব শব্দ পাচ্ছিলাম
আঙুলে, পরশে হঠাৎ ঘূর্ণি হাওয়া
ধুলা ওড়ে, বাতাস ঘুরে
কবিরা পরাস্ত হয় না
পরাভব মানে না
পাথরে প্লাবণ ছড়ায়
চাঁদে পোড়ায় জ্যোৎস্না।
অকেজো রেডিওর মতো
কলতলায় বাসী বাসনকোসন
রেখে আসার মতো
ওই যে আমাকে রেখে দিলে
হৃদয়ের ওপারে
আমার কষ্ট হয় না বুঝি?
কবিরা মানুষ নয়?
পাখি হলে সত্যি সত্যি
অনেক দূরে উড়ে যেতাম আমি।












