রনজিত ধরের কন্ঠে ‘আমি বাংলায় গান গাই– আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই’ গান দিয়ে শুরু হওয়া কবিতা আর গানে গতকাল শনিবার বিকেল ৩টা থেকে মীরসরাই পৌরসভাস্থ রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে হেমন্ত সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আব্দুল আলীম তুহিনের সভাপতিত্বে ও সানোয়ার ইসলাম রনির সঞ্চালনায় সাহিত্য আসরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের কবি ও কথা সাহিত্যিক জিন্নাহ চৌধুরী। এ সময় তিনি তাঁর বক্তব্যে এমন বই ও সাহিত্য প্রেম আজকের সময়ে সমাজের অনন্য দর্পন বলে অভিহিত করে এখানে একটি কর্মশালার উদ্যোগের আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাট্যকার ও কবি মঈন উদ্দিন আহমেদ চৌধুরী সেলিম। বক্তব্য রাখেন কবি ও লেখক শাহাদাত হোসেন লিটন, স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি মাজহারুল হক, স্বরচিত আবৃত্তি করেন কবি চন্দনা চক্রবর্তি। অনুষ্ঠানে যুগল কন্ঠে সুকান্ত ভট্রাচার্যের ছাড়পত্র আবৃত্তি করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক মাহবুব পলাশ ও তাঁর সহধর্মিনী কবি তাছলিমা চৌধুরী সুরভী। আধুনিক গান গেয়ে শোনায় কবি ও সংগঠক রিপন গোপ পিন্টু। হেমন্ত মুখোপাধ্যায়ের ‘কতোদিন পরে এলে একটু বসো’ গান গেয়ে শোনান শিল্পী বাবু মতি লাল। শিশুশিল্পী হিমাদ্রী শেখর দে আবৃত্তি করে রবীন্দ্রনাথের বীর পুরুষ। এছাড়া রনজিত বাবু ও মতিলাল বাবুর কন্ঠে লালন ও হেমন্ত মুখোপাধ্যায় পুরো হেমন্ত আসর জুড়ে অনুষ্ঠান আঙ্গিনায় এনে দেয় ভিন্ন মাত্রার আবহ। গৌধুলী বেলা পর্যন্ত জান্নাত, আইভি, সোহানসহ বিভিন্ন শিশুদের ছড়া ও গান সবাইকে বিমোহিত করে রাখে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রশিদুল হাসান, মীর হোসেন, হারাধন চক্রবর্তি, ইব্রাহিম বাদশা, ফাহমিদা আহমেদ রেবা, শিহাব উদ্দিন, তানজিল আরা তানজু, তাকিবুর রহমান প্রমুখ। সবশেষে অনুষ্ঠানের সভাপতি সৈয়দ আব্দুল আলীম তুহিন তাঁর বক্তব্যে উক্ত পাঠাগারে আরো বৃহত্তর পরিসরে শিল্প সাহিত্য অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাষ প্রদান করেন।











