কবিতা আর কথামালাতে সিআরবি রক্ষার আবেদন

| রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

আবৃত্তি হচ্ছে প্রতিবাদের নানন্দিক ভাষা। বাংলাদেশের স্বাধীনতা-গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে সকল প্রগতিশীল সংগ্রাম, অধিকার আদায়ের লড়াইয়ে আবৃত্তি হয়ে উঠেছে প্রতিবাদের অন্যতম মাধ্যম। চট্টগ্রামবাসী অধিকার আদায়ের আন্দোলনে সুদীর্ঘকাল থেকে চট্টগ্রামের আবৃত্তি সংগঠনগুলো নেতৃত্ব দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় এবার চট্টগ্রামের ফুসফুস সিআরবি রক্ষায় তারাও কণ্ঠ যুদ্ধে নেমেছে। গতকাল শনিবার চট্টগ্রাম সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের ফুসফুস সিআরবি রক্ষার আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে। আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে সিআরবি রক্ষায় দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন আবৃত্তিশিল্পীবৃন্দ।
আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রামের ফুসফুস খ্যাত অনন্য প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত এলাকা সিআরবি। যেখানে পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, রবীন্দ্র-নজরুল জয়ন্তীসহ নানা ঐতিহ্যগত সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। শুধু প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই নয়, ঐতিহাসিক কারণেও গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে স্বীকৃত এই সিআরবি। এই সিআরবিকে এখন ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। শত বছরের ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের মধ্য দিয়ে পুরো রেলের জায়গাকে আত্মসাৎ করার এক গভীর ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করেন বক্তারা।
এসময় বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, তারুণ্যের উচ্ছ্বাস, দৃষ্টি চট্টগ্রাম, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চট্টগ্রাম, একুশ আবৃত্তি ও মানবতা কেন্দ্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, স্বপ্ন যাত্রী, আবৃত্তি আলয় বৈখরী কবিতা আবৃত্তি করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, ড. ইদ্রিস আলী, কবি হোসাইন কবির, ঋত্বিক নয়ন, মুক্তিযোদ্ধা দেওয়ান মকসুদ, বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সভাপতি আব্দুল হালিম দোভাষ, ন্যাপনেতা মিঠুল দাশ গুপ্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক সবুর শুভর মায়ের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধচন্দ্রনাথ ধাম পরিদর্শনে ফ্রান্সের রাষ্ট্রদূত