কবিতায় স্মরণ তিন কবিকে

| রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ১১:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে তিন কবিকে কবিতায় স্মরণ অনুষ্ঠান। গত ৮ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে তিনটি পর্বে সদ্য প্রয়াত এই তিন কবিকে স্মরণ করা হয়েছে। কবি অরুণ দাশগুপ্ত, কবি খালিদ আহসান এবং কবি শাহিদ আনোয়ারকে নিয়ে ছিল প্রমার আয়োাজন। প্রথম পর্বে কবি শাহিদ আনোয়ার, দ্বিতীয় পর্বে কবি খালিদ আহসান এবং শেষ পর্বে স্মরণ করা হয়েছে কবি অরুণ দাশগুপ্তকে।
শুরুতে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী কাবেরী সেন গুপ্তা, শ্রেয়সী রায় এবং সত্যজিৎ ঘোষ। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন প্রফেসর ড. অনুপম সেন,কবি আবুল মোমেন, অভিক ওসমান,অজয় দাশ গুপ্ত, ইউসুফ মুহম্মদ, ওমর কায়সার,বিশ্বজিৎ চৌধুরী, হাফিজ রশিদ খান, অধ্যাপক হোসাইন কবির,রাশেদ রউফ,আক্তার হোসাইন,জিল্লুর রহমান, কামরুল হাসান বাদল, জিন্নাহ চৌধুরী, নাজিমুদ্দীন শ্যামল,মনিরুল মুনির এবং আইভি হাসান।
অনুষ্ঠানে এই তিন কবির কবিতা আবৃত্তি করেন রাশেদ হাসান, জেরিন মিলি, বিশ্বজিৎ পাল, তাজুল ইসলাম, মোহিত বিশ্বাস, শর্মিলী তেওয়ারি, শাহেলী তাহের, শর্মি নন্দী, নাজমুল আলীম সাদেকী, রোজি বিশ্বাস, মামুরা মমতাজ দীপা, রোমেনা আফাজ রুমি, ফাহিম উদ্দিন শাওন, রূপশ্রী সেনগুপ্তা, পার্থ প্রতীম মহাজন, হৈমন্তী শুক্লা মল্লিক, তৃষিতা চৌধুরী এবং রানা বড়ুয়া। বক্তারা বলেন, কবিতাই ছিলো তিন কবির একমাত্র সাধনার বিষয়। মানুষ হিসেবেও তারা ছিলেন অসাধারণ। রেখে গেছেন কবিতার অবারিত আকাশ। মৃত্যু অনিবার্য সত্যি হলেও তাদের সৃষ্টিশীলজীবন অবিনশ্বর। অনুষ্ঠানে সর্বস্তরের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কবি, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা সদ্য প্রয়াত কবিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের অভিষেক
পরবর্তী নিবন্ধসংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যেতে হবে