‘কবিতায় শান্তির বারতা’

| শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৬:২৬ পূর্বাহ্ণ

নগরীতে ‘কবিতায় শান্তির বারতা’ শিরোনামে ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে রিলিজিয়নস ফর পিস (আরএফপি) এবং সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম। সম্প্রতি নগরীর এম এম আলী রোডে ট্যালেন্ট স্কুল মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ আয়োজন শুরু হয় সন্ধ্যা ৭টায়। উদ্বোধনী পর্বে আরএফপি বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন আরএফপি বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাছুম আহমেদ এবং সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের। বক্তারা বলেন, কবিতা কখনো স্নিগ্ধ, কখনো বিপ্লবী হয়ে মানবতার কথা বলে। মানব সভ্যতার যে ইতিহাস এবং বিকাশ, সেখানেও কাব্যসাহিত্যের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কবিতা এখনো সমাজকে, সময়কে আলোকিত করে শান্তির বার্তা এনে দিতে পারে। এরপর অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী নিশাত হাসিনা শিরিন, বনকুসুম বড়ুয়া, মৌসুমী চক্রবর্তী, আব্দুল্লাহ ফারুক রবি, শারমিন মুস্তারী নাজু, মো. ইব্রাহীম, অনন্যা দাশ ও সত্যজিৎ চক্রবর্তী। কবিতা পাঠ করেন অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, অধ্যাপক ড. এন এইচ এম আবু বকর, বিশ্বজিৎ চৌধুরী ও উম্মে হাবিবা। রবীন্দ্র সংগীত পরিবেশন করেন অধ্যাপক রাশেদা খানম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডলফিন রক্ষা ও গবেষণায় অর্জিত প্রযুক্তি জ্ঞান ভূমিকা রাখবে
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটি উপাচার্যের ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি পরিদর্শন