কবিতাস্বজন ইউকের আয়োজনে অনুষ্ঠিত হল জিন্নাহ চৌধুরী সাহিত্য আড্ডা। গত ৫ জুন ইস্টলন্ডনের লন্ডনবাংলা প্রেসক্লাবে সাহিত্য আড্ডায় অতিথি ছিলেন কবি জিন্নাহ চৌধুরী। কবি আতাউর রহমান মিলাদের সভাপতিত্বে ও এ কে এম আব্দুল্লাহর পরিচালনায় সাহিত্য আড্ডায় কবিতাপাঠ ও আলোচনায় অংশ নেন, হামিদ মোহাম্মদ, ময়নূর রহমান বাবুল, গোলাম কবির, ফারুক আহমদ, কাবেরি মুখার্জি, ফারুক আহমেদ রনি, মাশূক ইবনে আনিস, ইকবাল হোসেন বুলবুল, মজিবুল হক মনি, আশরাফ নেসওয়ার, মোহাম্মদ ইকবাল, শাহ শামিম, মোসাইদ খান, শামীম আহমদ, টিভি উপস্থাপক হেনা বেগম, মরিয়ম চৌধুরী, শাহ সোহেল, মোহম্মদ মুহিদ, সৈয়দ হিলাল সাইফ প্রমুখ। কবিতাস্বজনের পক্ষ থেকে অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। আড্ডা শেষে কবি জিন্নাহ চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












