‘চট্টগ্রাম কবিতার শহর’ এই প্রতিপাদ্য নিয়ে শিল্পকলায় চলছে তিনদিনের কবিতা উৎসব। গতকাল শুক্রবার বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’ আয়োজিত এ উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয় সকাল ১১টায়। প্রভাতী আয়োজনের আয়োজনের শুরুতেই ছিলো তারুণ্যের উচ্ছ্বাস সদস্য সম্মিলন। এরপর বিকালে শিল্পকলা থেকে এমএম আলী সড়ক হয়ে কবিতার মিছিল শিরোনামের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বৈকালিক আয়োজনে ছিলো কথামালা এবং ‘শান্তনু বিশ্বাস স্মৃতি প্রণোদনা পদক’ প্রদান অনুষ্ঠান। এ বছর প্রণোদনা গ্রহণ করেন নন্দিত আবৃত্তি ও গল্পকথনশিল্পী তামান্না তিথি। এপর্বে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের যুগ্ম আহ্বায়ক দেওয়ান সাইদুল হাসান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, নাট্যজন শুভ্রা বিশ্বাস এবং আবৃত্তিশিল্পী শারমিন লাকি। এদিন আবৃত্তি করেন দেওয়ান সাইদুল হাসান, মাশকুর এ সাত্তার কল্লোল, ফয়জুল্লাহ সাঈদ, নাজমুল আহসান, মাসুম আজিজুল বাসার, আবু নাছের মানিক, মজুমদার বিপ্লব, পলি পারভীন, মিসবাহিল মোকার রাবিন প্রমুখ। কবিতাপাঠ করেন অভীক ওসমান, ওমর কায়সার, বিশ্বজিৎ চৌধুরী, সেলিনা শেলী, শুক্লা ইফতেখার, কামরুল হাসান বাদল, বিজন মজুমদার, ফারহানা আনন্দময়ী, শামীম হাসান, মনিরুল মনির, মুনজুর মোহাম্মদ প্রমুখ। শুক্রবার উৎসবের তৃতীয় ও সমাপনী দিনে ছিল শিশু উৎসব। এদিনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়। শিশুসাহিত্যিক রাশেদ রউফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপকত রীতা দত্ত, বারকোড রেস্টুরেন্ট গ্রুপের চেয়ারম্যন মঞ্জুরুল হক, সংস্কৃতিজন আলী আজগর চৌধুরী এবং নজল চৌধুরী। এদিন তারুণ্যেও উচ্ছ্বাস শিশু বিভাগের শিল্পীরা ছাড়াও আবৃত্তি পরিবেশন করবে বোধন আবৃত্তি পরিষদ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, অযান্ত্রিক বাচিক চর্চালয়, স্বদেশ আবৃত্তি সংগঠন, একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র, ছায়াতরু আবৃত্তি ও চারুকলা অনুশীলন কেন্দ্রের শিশুশিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।