তৃষ্ণার্ত কোন এক লাস্যময়ী দুপুরে নীলক্ষেতের প্রতিটি দোকানে খুঁজে ফিরছি,
প্রজাপতি রঙের বিশেষ কবিতার বই–
শুনেছি আমাকে নিয়ে লিখেছ তুমি শষ্য দোলানো এক গুচ্ছ প্রেমের কবিতা
পাতায় পাতায় নাকি এঁকেছিলে মোনালিসার হলুদ চোখের ভ্রু
তখন আমি আগুনমুখা নদীতে উজান সাঁতরে
বসতি রক্ষা বাঁধ আগলাতে মগ্ন ছিলাম
সবুজ পাতা ঝরিয়ে, মহাকাল ছুঁয়ে দিল সোনালী ফ্রেমের ধুসর কাচ
অথচ, প্রেমের নিশান উড়িয়ে শক্ত মাটি অগোচরে কখন–
হয়ে গেছে চোরাবালির দ্বীপে মৃত ঘড়ি সংসার
সেই চুম্বক চোরাবালিতে ডুবতে– ডুবতে, ডুবতে–ডুবতে
পৌঁছে গেছি– নীলক্ষেতের উঁই পোকায় কাটা বই বিতানে–
তোমার ময়নাকে লেখা, ময়নামতী কবিতা গুচ্ছের ধুপদানির অনুসন্ধানে।